চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না সালাহহীন মিশর

দলের পোস্টার বয়, ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার মোহামেদ সালাহ চোটের কারণে মাঠের বাইরে। লিভারপুলের ফরোয়ার্ডকে ছাড়া প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচে দাগ কাটতে পারেনি মিশর। বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না সালাহহীন মিশরীয়রা। হ্যাজার্ড-লুকাকুদের কাছে ৩-০ গোলে হেরেছে ফারাওরা।

ম্যাচটিতে বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং ফেলাইনি একটি করে গোল করে। বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচের প্রথমটিতে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বেলজিয়াম।

লুকাকুদের সঙ্গে ম্যাচের আগে কুয়েতের সঙ্গেও ১-১ ড্র করেছিল মিশরের ফুটবল দল। বুধবার রাতের ম্যাচটিতে প্রথম থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল বেলজিয়াম। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু প্রথমার্ধের ২৭ মিনিটেই আকাঙ্ক্ষিত গোল এনে দেন দলকে। যদিও প্রথমার্ধে হ্যাজার্ডের এক নিশ্চিত শট মিশরের গোলরক্ষক আটকে দেন।

৩৮ মিনিটে বেলজিয়ামেয় হয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা এডিন হ্যাজার্ড। বাঁ-দিক থেকে ডি-বক্সে ঢোকা মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধেও মাঠে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দেয় বেলজিয়াম। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরনোর পর রেফারির দেয়া অতিরিক্ত মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন মারুয়ান ফেলাইনি।

১৫ জুন সালাহকে ছাড়াই উরুগুয়ের বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মিশর। দ্বিতীয় ম্যাচেও মিশরের স্কোয়াডে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন ‘মিশরীয় মেসি’।

রাতের অন্য প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে চেক রিপাবলিক এবং একই ব্যবধানে পানামাকে হারিয়েছে নরওয়ে। এছাড়া বেলারুশ ও হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।