চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বেতন বৃদ্ধির আশ্বাসে পোশাকশ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নতুন স্কেলে কারখানার শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাসে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাকশ্রমিকরা। 

বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টার দিক থেকে বিভিন্ন ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পরে দুপুর ১২ থেকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা যান চলাচলের জন্য রাস্তার এক পাশ ছেড়ে দেয়। নাগরিক দুর্ভোগের কথা বিবেচনায় গার্মেন্টস মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বৈঠকের পর মালিক পক্ষের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বোঝানো হয়েছে। এ ছাড়া মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক আছে।