চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃষ্টি বিঘ্নিত দিনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সমানে সমান

অ্যাশেজে সিডনি টেস্টে বৃষ্টির বাগড়া ছিল। প্রায় দেড় সেশন মাঠে গড়ায়নি কোনো বল। সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস ও মার্নাশ লাবুশেন। দিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ১২৬ রান।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে সফরকারী ইংল্যান্ড। সিরিজ জিতে ৩-০তে লিড নিয়ে বসে আছে অজিরা।

অস্ট্রেলিয়া ১২৬/৩ ( ৪৬.৫ ওভার) (প্রথমদিন শেষে)

বুধবার সকালে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক প্যাট কামিন্স। চার ওভার যেতে না যেতেই শুরু হয় বৃষ্টি। পরে উইকেট খেলার উপযুক্ত হলে দেখেশুনেই ইংলিশ বোলারদের সামলাচ্ছিলেন অজিরা।

দুই ওপেনার ওয়ার্নার ও হ্যারিসে ভর করে দলীয় অর্ধশতকের জুটি গড়ে অজিরা। এরপরই ঘটে ছন্দপতন। ডাক পাওয়া অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড ফেরান ওয়ার্নারকে, ৩০ রান যার।

পরে দারুণ সময় পার করতে থাকা লাবুশেনকে নিয়ে ভালোই খেলছিলেন হ্যারিস। দীর্ঘ হয়নি সেই ভালোটা। অ্যান্ডারসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যারিস। তাকে অনুসরণ করেন লাবুশেনও। দুই ব্যাটারের থেকে আসে যথাক্রমে ৩৮ ও ২৮ রান।

একটি করে উইকেট তুলেছেন ইংলিশদের তিন পেসার ব্রড, অ্যান্ডারসন ও উড।

ম্যাচে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছে ইংলিশ বোলাররা। প্রথমদিন শেষে সুযোগ থাকছে দুদলেরই।