চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃষ্টির পরেই বিদায় নেবে শীত

হঠাৎ বৃষ্টিতে রাজধানীসহ সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। তবে এই বৃষ্টি দিয়েই এবারের শীত মৌসুম বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ কাওসার পারভীন চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘এই বৃষ্টির পরপরই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে শীতের তীব্রতা থাকলেও রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় খুব একটা ঠাণ্ডা অনুভূত হবে না।’

এই মৃদু শৈত্য প্রবাহকেই মৌসুমের শেষ শৈত্য প্রবাহ উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন: ‘মাসের এ ক’দিনই শীত অনুভূত হবে। তারপর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শীতের প্রকোপ কমতে থাকবে।’

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপ-উত্তরাঞ্চলআবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।