চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃষ্টির কারণে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্ন

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া -বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে।  

ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার সকালে ঝড়ো হাওয়া, উত্তাল পদ্মা ও বৃষ্টির কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ফেরিচলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহা ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, ৪ টি রোরো, ৫টি ঠেলা, ৩টি কেটাইপ, ২টি মিডিয়াম ও ১টি ছোটসহ মোট ১৫টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে। তবে নদীতে রোলিংয়ের মাত্রা বেড়ে গেলে ঠেলা ও অন্যান ফেরি চলানো সম্ভব হবে না।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিট্রা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন জানান, বৈরি আবহাওয়ার কারণে ঘণ্টা খানেক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।