চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃষ্টিতে ভেসে গেল ভারত-সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি

হিমাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস ছিলই। স্বাভাবিকভাবেই ধর্মশালায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। একটানা প্রবল বর্ষণে শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়। বাজে আবহাওয়ায় সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০মিনিটে টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। বৃষ্টির জন্য টস-টাইম পিছিয়ে দেয়া হয়। কিন্তু অনেক সময় অপেক্ষা করেও যখন বোঝা যায় খেলা সম্ভব নয়। তখন সময় নষ্ট না করে দু’দলকে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা জানিয়ে দেন ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রথম ম্যাচে বৃষ্টির কাছে হার মানতে হল দু’দলকে। আগামী বুধবার দু’দল সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

ভারতের ম্যাচের মতো বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের টি-টুয়েন্টি ম্যাচটিও।