চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বুড়িমারী সীমান্তে ১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ধরে নিয়ে গেছে। নুরুজ্জামান বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও বিজিবি জানায়: ‘মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি এক দল গরু পারাপারকারী রাখাল গরু নিয়ে আসার চেষ্টা করে। তখন ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ধাওয়া করে নুরুজ্জামানকে ধরে নিয়ে যায়।’

লে. কর্ণেল গোলাম মোর্শেদ বলেন: এ ঘটনায় বিএসএফকে ‘কড়া প্রতিবাদ’ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।