চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঘিরে টেলিছবি

টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। উৎসব কেন্দ্রীক নন। নিয়মিত নাটক নির্মাণ করে থাকেন তিনি। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে। বিজয় দিবস উপলক্ষ্যে নির্মাণ করেছেন পিরিয়ডিক্যাল টেলিছবি ‘সেই আমি’।

 

টেলিফিল্ম নির্মাণ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে কাজ করা হলেও প্রথমবার এই টেলিফিল্মটির মাধ্যমে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের বার্তা নিয়ে কাজ করেছি।

 

তিনি বলেন, মূলত ক্যাপ্টেন জাহাঙ্গীরকে ঘিরেই ‘সেই আমি’র গল্পটি আবর্তিত হয়েছে। এমন একটি টেলিফিল্ম করতে পেরে গর্বেবোধ করছি।

 

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন রুনা খান, নাজনীন হাসান চুমকী, আরমান পারভেজ মুরাদ, সমাপ্তি মাসুদ, আজম খান, সায়েম সামাদসহ অনেকে।

 

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হয় ‘সেই আমি’।