চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিহারের ২১০০ কৃষকের পাশে অমিতাভ

কৃষকেরাই একটি দেশের শক্তি। যে দেশের কৃষক যতো শক্তিশালী, সে দেশের অর্থনীতিও ততো চাঙ্গা। এমন ভাবনা থেকেই সব সময় কৃষকের পাশে দাঁড়াতে দেখা যায় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে। এবারও হলো না তার ব্যতিক্রম।

কৃষককে কথা দিয়ে কথা রাখলেন তিনি। বেশ কিছুদিন আগে জনপ্রিয় এই অভিনেতা নিজেই জানিয়েছিলেন বিহারের বেশ কিছু কৃষক যারা দেনায় জর্জরিত তাঁদের হয়ে ঋণ শোধ করবেন তিনি। কথামতো এবার সেটাই করলেন এই তারকা।

ভারতের বিহারের প্রায় ২১০০ কৃষকের ঋণ শোধ করেছেন অমিতাভ। বিষয়টি নিয়ে নিজের ব্লগে এই অভিনেতা লিখেন,  বহুদিন আগে বিহারের কিছু কৃষকের পাশে দাঁড়ানোর কথা দিয়েছিলাম। তাদের অতিরিক্ত ঋণ শোধ করে দিবো বলে কথা দিয়েছিলাম, সে অনুযায়ি আমি তাদের পাঁশে দাঁড়ালাম।

তিনি আরো জানান, ঋণে জর্জড়িত কৃষকদের মধ্যে ২১০০ জনের ঋণ শোধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। ব্যাংকের ওটিএস সিস্টেমের মাধ্যমে আমার দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন সেই কাজটি করে দেখিয়েছে।

এরআগে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, যারা ব্যাংকের ঋণ শোধ করতে না পেরে বহু কষ্টের মধ্যে রয়েছেন, তাদের আমি উপহার দিতে চাই। এবার বিহারের পালা।

সোশাল মিডিয়ায় দেয়া সে কথার এবার প্রমাণ দিলেন এই মহা তারকা! এতে ভারতব্যাপী প্রশংসিতও হচ্ছেন সিনিয়র বচ্চন!

কৃষকদের প্রতি ভালোবাসার এমন বহিঃপ্রকাশ এবারই প্রথম নয়, এর আগেও উত্তরপ্রদেশের ৮৫০ কৃষকদের ঋণ শোধ করেছিলেন অমিতাভ।