চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিষক্রিয়ায় আকতার জাহানের মৃত্যু: চিকিৎসক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক।

শনিবার একথা জানায় চিকিৎসকরা। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় অন্তত একদিন আগে তার মৃত্যু হয়।

৬ সেপ্টেম্বর আকতার জাহানের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে, তার ছেলে সোয়াদ ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার কক্ষে যান।

সেখানে গিয়ে তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।