চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তৈরি হলো ৪ মাইল লম্বা কেক, অপেক্ষা বিশ্ব রেকর্ডের

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরির দৌড়ে এগিয়ে আছে ভারতের কেরালার ত্রিশূর জেলার একটি বেকারি প্রতিষ্ঠান।

বুধবার ওই বেকারিতে তৈরি করা হয়েছে ৪ মাইল লম্বা একটি কেক। কেকটি তৈরিতে কাজ করেছেন প্রায় ১৫০০ জনের মতো শেইফ।

এত বিশাল আকারের কেকটি বানানোর জন্য তারা বেছে নিয়েছেন ত্রিশূরের রাস্তা। সেখানে সারি সারি দাঁড়িয়ে টেবিলের ওপর বসানো হচ্ছে চকলেটের প্রতিটি স্তর।

প্রায় ৬০ হাজার পাউন্ডের কেকটি চার ইঞ্চির প্রশস্ত এবং পুরু ভ্যানিলা স্বাদের কেকটি হয়ত গ্রিনেস বুকে অতি শীঘ্রই নাম লেখাতে যাচ্ছে।

১৫০০ শেইফ চার ঘণ্টা একসাথে কাজ করে তৈরি করেছে এই কেকটি। কেকটিতে চিনি এবং ময়দা দেওয়া হয়েছে ১২ হাজার কিলোগ্রামের মতো।

বেকার্স অ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত এই ইভেন্টটি দেখেন ভিড় জমিয়েছেন অনেক মানুষ।

গ্রুপের সেক্রেটারি জেনারেল নওশাদ বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কেকটিকে ৬ হাজার ৫০০ মিটার হিসেবে বিচেনা করেছে।  তবে কেকটির সঠিক দৈর্ঘ্যের বিষয়ে আমরা এখনও নিশ্চিত না।

এর আগে ২০১৮ সালে চীনের জিসে বেকারি প্রতিষ্ঠানটি ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্রুটকেকটি নাম লিখিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ডে।