চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ আর্জেন্টিনায়

বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ ‘ট্রেন টু দ্য ক্লাউড’ রয়েছে আর্জেন্টিনায়। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪ হাজার ২শ মিটার উচুঁতে আন্দিজ পর্বতমালার উপরে ওই রেলপথ।

১৯২০ সালে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী রিচার্ড ফোন্টেন ওই রেলপথটি নির্মাণ করেন। আর্জেন্টিনার সিটি অফ সাল্টা থেকে রেলপথটি দিয়ে ট্রেনের যাত্রা শুরু হয়।

প্রায় ৪শ ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লা পোলভোরিলা ভায়াডাক্টে শেষ হয় যাত্রা। পথে ২৯ টি সেতু ও ২১ টি টানেল পার হয় প্রতিটি ট্রেন।