চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বের প্রথম সৌরশক্তির এয়ারপোর্ট

এবার নতুন পথে হাঁটছে ভারতের কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচি। মঙ্গলবার থেকে এই এয়ারপোর্টটি হয়ে উঠলো বিশ্বের প্রথম পুরোপুরি সূর্যশক্তি পরিচালিত এয়ারপোর্ট।

কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে ১২ এমডব্লিউপি সোলার পাওয়ার প্ল্যান্ট, ৪৫ একর কার্গো কমপ্লেক্সে বসানো ৪৬ হাজার ১৫০টি সোলার প্যানেল সমৃদ্ধ এই এয়ারপোর্টটির উদ্বোধন করেন।

নিজের কার্যক্রম পরিচালনার জন্য এই এয়ারপোর্টটি এখন থেকে ৫০ হাজার থেকে ৬০ হাজার ইউনিট বিদ্যুত উৎপাদন করতে পারবে। এই শক্তি দিয়ে এই এয়ারপোর্টটি পুরোই নিজস্ব শক্তিতে চলবে। এটাই সারা বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি পরিচালিত এয়ারপোর্ট।

এয়ারপোর্টটির সোলার প্ল্যান্ট তৈরির কাজটি করেছেন ভারতের কলকাতা নির্ভর প্রতিষ্ঠান বিক্রম সোলার প্রাইভেট লিমিটেড।