চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বব্যাপী আরেক মহামারীর হুঁশিয়ারি

হামের প্রাদুর্ভাব

কোভিড-১৯ এর মহামারীর মধ্যেই বিশ্বব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

আর এ কারণে কোনো কোনো দেশে টিকাদান কর্মসূচিও পিছিয়ে যেতে পারে বলে শঙ্কার কথা জানাচ্ছে তারা।

ইউনিসেফের হিসাব মতে, করোনাভাইরাসের লকডাউন চলার সময় ৩৭টি দেশে প্রায় ১৭ কোটি শিশুকে সময়মত টিকা দেয়া সম্ভব হবে না।

ইউরোপের যেসব দেশে এমএমআর টিকা কম দেয়া হয়েছে সেখানে এরই মধ্যে কয়েকবার হামের প্রকোপ দেখা দিয়েছে।

বিবিসি বলছে, করোনাভাইরাস মহামারীর সময়ে বেশ কয়েকটি বড় হামের প্রকোপ মোকাবিলা করে এমন ২৪টি দেশ টিকা বিলম্বের সিদ্ধান্ত নিয়েছে।

যার এর মধ্যে আছে বাংলাদেশ, ব্রাজিল, বলিভিয়া, কম্বোডিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, জিবুতি, ডোমিনিকান রিপাবলিক, কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো, ইথিওপিয়া, হন্ডুরাস, কাজাখস্তান, কিরগিজস্তান, লেবানন, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া, প্যারাগুয়ে, সোমালিয়া, দক্ষিণ সুদান, ইউক্রেন, উজবেকিস্তান।

সংস্থাটি বলছে, করোনাভাইরাসের মধ্যে যদি টিকা বিরতিতে সমস্যা হয়, তাহলে আমাদের অনুরোধ- ঝুঁকিপূর্ণ বাচ্চাদের যতটা সম্ভব দ্রুত হামের টিকা সরবরাহ করতে হবে।

ইউনিসেফের মুখপাত্র জোয়ান্না রিয়া বলেন, নিয়মিত রুটিন টিকাদানে বাধা শিশুদের জন্য মারাত্মক রোগ সংক্রমণের ঝুঁকি বাড়াবে। এতে জাতীয় স্বাস্থ্যসেবার ওপর চাপ আরও বাড়বে। পাশাপাশি তা সংক্রামক রোগের দ্বিতীয় মহামারীকে ত্বরান্বিত করবে।

সম্প্রিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলোেতো হামের প্রার্দুভাব বেড়েছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধানে থেকে আক্রান্ত কয়েক শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের বাবা-মায়ের কোলে ফেরে।