চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপ শেষ কোস্টারিকার মাতারিতার

মাঠের নামার আগেই ধাক্কা খেল কোস্টারিকা। ইনজুরির কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার রোনাল্ড মাতারিতার। হ্যামস্ট্রিং ইনজুরিতে কপাল পুড়েছে তার। মাতারিতার জায়গায় দলে নেয়া হয়েছে ক্যানার গুতিয়েরেজকে।

কয়েকদিন ধরেই মাতারিতার হালকা ইনজুরির কথা শোনা যাচ্ছিল। শুক্রবার বিবৃতিতে কোস্টারিকান ফুটবল ফেডারেশন তার ছিটকে যাওয়ার খবর জানায়। মাতারিতার মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাতারিতা না থাকায় কোচ অস্কার রামিরেজ ২৯ বছরের গুতিয়েরেজকেই বেছে নিয়েছেন। শনিবার দলের সঙ্গে যোগ দেবেন গুতিয়েরেজ। ‘ই’ গ্রুপে সেদিনই নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে কেইলর নাভাসরা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও সুইজারল্যান্ড।