চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বকাপে ‘স্প্যানিশ লিগে’র ৮০ জন

রাশিয়া বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেন। ইউরোপের বড় বড় লিগে খেলা ফুটবলারদের নামের আলোয় আলোকিত লা রোজারা। যদি এরপরও বিশ্বকাপ না জেতে স্পেন, তাতে হয়ত স্প্যানিশ জাতীয় দলের আক্ষেপ থাকবে!

কিন্তু দেশটির বিখ্যাত স্প্যানিশ লিগের ভালো সুযোগই থাকছে বিশ্বকাপ জয়ের! কারণ বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের অনেকেই যে খেলেন এই লিগে।

রাশিয়া বিশ্বকাপ তার আলো ছড়াতে যাদের দিকে তাকিয়ে, তাদের বেশিরভাগ ফুটবলারই খেলেন স্প্যানিশ লিগে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোরা তো আছেনই; লুইস সুয়ারেজ, অ্যান্টনে গ্রিজম্যান, লুকা মদ্রিচ, ফিলিপে কৌতিনহো, উসমানে ডেম্বেলে, মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেইলর নাভাসদের যেকোনো একজন জ্বললেই নামটা রোশনাই হবে আদতে স্প্যানিশ লিগেরই!

এবারের বিশ্বকাপে স্প্যানিশ লিগ থেকে খেলবেন মোট ৮০জন ফুটবলার। যদি এখান থেকে সেরা ২৩ জনকে বেছে নিয়ে একটি দল করা হয়, তাহলে মূল একাদশের বাইরে থাকবেন যারা, তাদের নিয়েও বিশ্বের যেকোনো দলকে হারানো সম্ভব খুব সহজেই।

আরেকটি তথ্যও থাকছে চমকে যাওয়ার মত, স্প্যানিশ লিগ থেকে সর্বোচ্চ ১৭জন করে ফুটবলার বিশ্বকাপে খেলবেন কলম্বিয়ার এবং ফ্রান্সের।