চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বকাপে মাথা ঠাণ্ডা রাখতে চান আলী

রাশিয়া বিশ্বকাপে মাথা গরম করে কিছুতে লালকার্ড দেখতে চান না বিতর্কিত ইংলিশ ফুটবলার ডেলে আলী।

আলী মাথা গরম ফুটবলার হিসেবে বিশ্বে বেশি পরিচিত। বিশ্বকাপ বাছাইপর্বে রেফারিদের সঙ্গে তর্কে জড়িয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। এছাড়া টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। আগের মৌসুমের শেষ ম্যাচে লালকার্ড দেখেছিলেন।

আলী বলছেন, তিনি ১৯৯৮ বিশ্বকাপের কথা স্মরণ করে সতর্ক। সেবার তরুণ ডেভিড বেকহ্যাম ডিয়েগো সিমিওনেকে লাথি মেরে লালকার্ড দেখেন। এরপর আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে যায় ইংল্যান্ড।

স্কাই স্পোর্টসকে আলী বলেন, ‘ভুল থেকে শিখতে হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মনে করি আগে যা করেছি, তা থেকে শিখেছি।’

‘বেকহ্যাম কী করেছিলেন সেটা আমরা জানি। আমার মনে হয় আমাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।’