চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপের ‘বুড়ো’

প্রথম দুম্যাচে সুযোগ মেলেনি। ছিলেন অপেক্ষায়। সৌদি আরবের বিপক্ষে সেটি ফুরোল। তাতেই ইতিহাস হয়ে গেলেন এসাম এল-হাদারি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি এখন মিশরের এই গোলরক্ষকের।

রোববার আরব প্রতিবেশি সৌদির বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে মিশর। টানা দুই হারে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দুদলেরই। একটি জয়ের খোঁজে থাকা মিশর কোচ হেক্টর কুপার সৌদির বিপক্ষে শুরুর একাদশেই নামিয়ে দিয়েছেন এল-হাদারিকে।

বিশ্বকাপের ‘বুড়ো’র রেকর্ডটি তাতেই গড়া হয়ে গেল এল-হাদারির। ৪৫ বছর ১৬১ দিন বয়সে বিশ্বকাপে নামলেন ২৮ বছর পর গ্রেটেস্ট শোতে খেলতে আসা মিশরের জার্সিতে।

বিশ্বমঞ্চে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি এতদিন ছিল ফারিদ মনড্রাগনের। তিনিও গোলরক্ষক। ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর ৩ দিন বয়সে খেলতে নেমেছিলেন এ কলম্বিয়ান।