চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপের বদলে আইপিএল চাইছেন ম্যাককালাম

দর্শকহীনভাবে বিশ্বকাপ আয়োজনের কোনো মানে দেখেন না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার পক্ষে তিনি। বরং বিশ্ব আসরটির সময়ে আইপিএল আয়োজন করাই ভালো হবে বলে মত সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রিকেটখেলুড়ে দেশগুলো লকডাউন হয়ে যাওয়ায় শঙ্কা জেগেছে আসর পেছানোর। প্রতিটি দেশেই আছে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। বিষয়টি চ্যালেঞ্জের আইসিসির জন্য। সময়মত আয়োজন সম্পন্ন করতে চাইলে দর্শকহীন বিশ্বকাপ আয়োজন করতে হতে পারে সংস্থাটিকে।

ম্যাককালামের মতে এভাবে দর্শকহীন বিশ্বকাপ আয়োজনের কোনো মানেই হয় না। স্কাইস্পোর্টসকে বলেছেন, ‘একজন জুয়াড়ি হিসেবে যদি আমাকে শেষ ডলারটুকুও বাজি রাখতে হয়, তবে সূচির কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপের পেছনে সেই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’

‘অস্ট্রেলিয়ার জন্য ১৬ দল, সঙ্গে তাদের ভক্ত-সমর্থক, কর্মী আর সম্প্রচারকদের আনা-নেয়া করা বেশ কঠিন হয়ে যাবে। আর দর্শকহীনভাবে বিশ্বকাপ দেখার কোনো কারণই দেখছি না।’

ম্যাককালামের মতে ২০২১ সাল পর্যন্ত বিশ্বকাপ পিছিয়ে দিয়ে বরং অক্টোবরে আইপিএল আয়োজন করা যেতে পারে। করোনার কারণে অনির্দিষ্টকাল পর্যন্ত পিছিয়ে দেয়া আইপিএল দর্শকহীনভাবে আয়োজন করলেও ক্ষতি নেই বলে মনে করেন কিউই সাবেক।

‘আইসিসির দর্শক প্রয়োজন। কিন্তু ভারত দর্শকহীনভাবে আইপিএল আয়োজন করলেও ব্যবসায়িকভাবে লাভজনক হবে। কারণ তাদের আয়োজন দেখার অনেক চোখ আছে। আমার মতে আইপিএল অক্টোবরের সূচির জন্য জোর চাপ দিতে পারে, যাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায়।’