চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিলাসবহুল এসি বাসে অভিনব কায়দায় আসছে ফেনসিডিল

নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বিলাসবহুল এসি বাসে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকানো অবস্থায় ৭১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১। এই মাদকের বাজারমূল্য সাত লাখ ১২ হাজার টাকা।

এ অভিযোগে বাসটি জব্দ করাসহ আব্দুল হান্নান (৩৮) ও তাহাজুল ইসলাম মধু (৪৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার গোপন তথ্যের ভিত্তিতে টাংগাইলের মির্জাপুর থানাধীন গোড়াই মিলগেইট এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-১ এর মেজর আব্দুল্লাহ আল মেহেদী চ্যানেল আই অনলাইনকে বলেন,  নীলফামারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি এসি বাস (ঢাকা মেট্রো ব-১১-৯২৩৫) থামিয়ে র‌্যাব সদস্যরা তল্লাশি শুরু করে। এসময় কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে হান্নান ও তাহাজুলকে আটক করা হয়।

আটক নাবিল পরিবহনের গাড়ি

র‌্যাবের এই কর্মকর্তা জানান: তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসের বাম পার্শ্বের মালামাল রাখার বক্সে সুকৌশলে লুকানো অবস্থায় দুটি বস্তায় ভর্তি ৭১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ১২ হাজার টাকা। এ অপরাধে বাসটিকেও জব্দ করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।