চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট পাইনি: মাহবুব তালুকদার

ভোট দিতে গিয়ে নিজের ভোটকেন্দ্রে বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ অবস্থায় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

রোববার সকালে রাজধানীর ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভোট দিতে এসে তিনি একথা বলেন।

ক্ষমতাসীন দল ছাড়া বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে ইসি বলেন, ‘এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এসব প্রশ্নের জবাব দেয়ারও আমার কোনো প্রয়োজন নেই। সকাল থেকেই আমি অসংখ্য টেলিফোন পেয়েছি। আমার কাছে অসংখ্য অভিযোগ এসেছে। কমিশনার হিসেবে আমার একক কোনো দায়িত্ব আছে বলে এখন আর আমি মনে করি না।’

এর আগে সব ধরনের হুমকি, ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানান মাহবুব তালুকদার।নির্বাচন-মাহবুব তালুকদার-পোলিং এজেন্ট

‘কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ,’ বলেন তিনি।

আইনানুগভাবে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালন করার অনুরোধ জানান নির্বাচন কমিশনার।