চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিমানবন্দরে করোনা পরীক্ষার সব প্রস্তুতি শেষ হচ্ছে আজ

বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন আজকের মধ্যে সম্পন্ন হচ্ছে। তবে যাত্রীপরিবহনে ও এয়ারলাইনসের সিডিউল প্রস্তুতির জন্য দুই দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিমানবন্দরের আরটি পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।বিমানবন্দরে স্থাপিত ল্যাবটি বায়ো সেফটি ২-মাত্রায় ল্যাব।

আজ শনিবার রাত আটটা নাগাদ ল্যাবের শেষ মুহূর্তের কাজ (টিউনিং কাজ) সম্পন্ন করে পরীক্ষামূলক ভাবে বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি মিলিয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হবে। এরপরই বিভিন্ন এযারলাইন্স, সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট প্রবাসী শ্রমিকদের গন্তব্য দেশগুলোকেও জানিয়ে দিলে এয়ারলাইন্স গুলো যাত্রী পরিবহনে তাদের টিকেট বিক্রিসহ আনুসঙ্গিক কাজ শুরু করলে দুই দিনের মধ্যে যাত্রী বিমানবন্দরে নমুনা পরীক্ষা ও পরিবহন শুরু হবে বলে জানান তিনি।