চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদ্যুৎ-গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন রাষ্ট্রপতি

আগামী প্রজন্মের কথা ভেবে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিদ্যুৎ মেলা ও জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেছেন, সামর্থ্য থাকলেও বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের যথেচ্ছ ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিদ্যুৎ মেলা ও বিদ্যুৎ সপ্তাহ ২০১৫’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়সহ বিভিন্ন বিভাগ এবং বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলন কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে এ মেলায়।

আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, বিদ্যুৎ ও উন্নয়ন একে অপরের পরিপুরক, উন্নয়নের সব ক্ষেত্রে বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ সুবিধাবঞ্চিত গ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগসহ ‘সবার জন্য বিদ্যুৎ’ কর্মসূচী বাস্তবায়ন করতে হবে।

বিদ্যুৎ উৎপাদন এবং খনিজ সম্পদ আহরণ অত্যন্ত ব্যয়বহুল একথা স্মরণ করিয়ে এ খাতে আরো বিনিয়োগের আহবান জানান রাষ্ট্রপতি।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।