চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদেশ সফর শেষে অফিসে যোগ দিয়েছেন হাওর কর্মকর্তারা

বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরে অফিস শুরু করেছেন হাওরের মহা বিপর্যয়ের সময় বিদেশ সফরে থাকা হাওর অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা। হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান বলেছেন, মন্ত্রণালয়ের অনুমোদনেই তারা বিদেশ সফরে গিয়েছিলেন।

আগাম এবং অতি বন্যায় ২৭ মার্চ থেকে প্লাবিত হতে থাকে দেশের হাওর অঞ্চল। পানির তোড়ে বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় ১৪২টি ফসলি হাওরের সব ফসল। এই মহা বিপর্যয়ের মধ্যেই ১৮ এপ্রিল কানাডা সফরে যান বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা। ২৫ এপ্রিল এ নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট করে চ্যানেল আই। এর পরপরই মন্ত্রণালয়ের জরুরি তলবে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তারা। এর মধ্যে হাওর অঞ্চল ঘুরে এসে তারা অধিদপ্তরে কাজ শুরু করেছেন।

পরে চ্যানেল আই এর সঙ্গে বিদেশ সফর নিয়ে কথা বলেছেন হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান। এরকম এক নাজুক সময় দায়িত্বশীল কর্মকর্তাদের বিদেশ সফর কতটা যৌক্তিক ছিল তারও ব্যাখ্যা দেন তিনি।বিদেশ ফেরত এই কর্মকর্তারা মনে করেন, হাওরের উন্নয়নে দরকার সমন্বিত মহাপরিকল্পনা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: