চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজয় নিশান উড়ছে ঐ

বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। ১৯৭১ সালের এই দিনে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড অর্জনের দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে যৌথবাহিনীর কাছে। বিশ্বের মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

করোনাকালেও নগরের নানা প্রান্তজুড়ে সুর ও ছন্দে বিজয় দিবস পালিত হচ্ছে। বিজয়ের এই দিনে প্রতিবারের মতো শুনে নিন কয়েকটি দেশের গান:

জয় বাংলা বাংলার জয়:

দাম দিয়ে কিনেছি বাংলা:

মুক্তির মন্দির সোপান:

আমার দেশ সব মানুষের:

সব কটা জানালা খুলে দাও না:

বিজয় নিশান উড়ছে ঐ:

মাগো ভাবনা কেনো:

এক নদী রক্ত পেড়িয়ে:

তীর হারা এই ঢেউয়ের সাগর: