চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিজয়ের ইতিহাস জানতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নেওয়া পদক্ষেপ ও দীর্ঘদিন নারী প্রধানমন্ত্রী থাকার করণে বাংলাদেশে নারী শিক্ষার হার বেড়েছে, হয়েছে নারীর ক্ষমতায়ন।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘গার্লস লীড দ্য ওয়ে’ বিষয়ক বিশ্বনেতাদের ফোরামে দেওয়া বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের বিজয়ের ইতিহাস জানতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থদের বিভিন্ন প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় অজ্ঞতার কারণে অনক সময় নারীর উন্নয়ন ব্যহত হয়। শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তা দূর করার কাজ করছে সরকার।

বাংলাদেশী শিক্ষার্থীদের নিজের দেশ সম্পর্কে আরো জানার আহবান জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে নারীর কর্মসংস্থান ও অংশ গ্রহণ নিশ্চিত করেছে বর্তমান সরকার।