চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠন: স্বাধীনতা পরিষদ

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এ খাতের উদ্যোক্তাদের নতুন জোট স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার হোটেল লা ভিন্সিতে এক সংবাদ সম্মেলন করে নতুন এ পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। ওই সময় ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিষদের আহ্বায়ক জাহাঙ্গির আলম লিখিত বক্তব্যে বিজিএমইএ সম্পর্কে এ অভিযোগ করেন।

জাহাঙ্গির আলমকে কমিটির আহ্বায়ক করে ৮ জন সদস্য নিয়ে মোট ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নতুন এ জোট।

বর্তমানে বিজিএমইএতে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি জোট কার্যকর রয়েছে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গির আলম বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের মাধ্যমে বিজিএমইএর নের্তৃত্ব তথা পরিচালনা পরিষদ গঠন না হওয়ায় এটি একটি স্থবির ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। ফলে সাধারণ সদস্যরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কখনও কখনও হয়রানি ও অবহেলার স্বীকার হচ্ছেন। এই পরিস্থিতিতে এ শিল্পের উন্নয়নে সরাসরি ভোটের মাধ্যমে নের্তৃত্ব নির্বাচনের বিকল্প নাই। তাই ‘স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ’ গঠন করা হলো। এই পরিষদ আগামী নির্বাচনে অংশ নিবে।

তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে জাহাঙ্গির আলম বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অ্যাকর্ড-অ্যালায়েন্সের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। ফলে এক সময় বিজিএমইএর সদস্য ৪ হাজারের বেশি থাকলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। তাই এ খাতের হাল ধরতে শক্ত নের্তৃত্ব দরকার।

এ সময় তিনি বর্তমানে ঘোষিত নোমিনেশন ফি ৭০ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

নতুন পরিষদকে বিজিএমইএ থেকে সমঝোতায় ঢাকা হলে সাড়া দিবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাধীনতা পরিষদের আহ্বায়ক বলেন, ‘কখনই নয়। আমাদের মূল লক্ষ্য সরাসরি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যেকোনো ভাবেই হোক নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। কোনো ভাবেই সমঝোতার কমিটি মেনে নেয়া হবে না।’

নতুন পরিষদের সদস্য যারা:

স্বাধীনতা পরিষদ বিজিএমইএ পরিষদের সদস্য হিসাবে রয়েছেন ৮ জন। তারা হলেন, ভেনিক্স বাংলাদেশ লি. থেকে মো. আমিনুল ইসলাম, নোভা অ্যাপারলস লি. থেকে শহিদুর রহমান, প্যারেন্টস সুয়েটার লি. এর গোলাম মওলা চৌধুরী, অ্যালায়েন্স অ্যাপারেলস লি. থেকে ওমর ফারুক, ওয়েমার্ট অ্যাপারেলস লি. থেকে আয়েশা আক্তার, ডি কে গ্লোবাল ফ্যাশন লি. থেকে মাহমুদ হোসেন, আজরা এন্টারপ্রাইজের আনসারুল আলম লিংকন ও ওলিরা ফ্যাশন লিমিটপডের হুমায়ুন রশিদ জনি।