চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিগ ব্যাশে আর দেখা যাবে না জনসনকে

বিগ ব্যাশে আর দেখা যাবে না মিচেল জনসনকে। বিগ ব্যাশে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন এই পেসার। তার ম্যানেজার জানিয়েছেন, টুর্নামেন্টের পরিধি বাড়ানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অজি স্পিড স্টার।

বিগ ব্যাশের নতুন আসরে হোম-অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। আগে যেখানে ম্যাচ ছিল ১১টি।

জনসনের ম্যানেজার স্যাম হ্যালভোরসেন বলেছেন, ‘৩৭ বছরের কারো জন্য এই এটা (১৪ ম্যাচ খেলা) খুবই চাপের।’

গত দুবছর পার্থের বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিয়েছেন জনসন। তবে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। এমনকি সদ্য আরব আমিরাতের টি-টেন টুর্নামেন্টেও নাম লিখিয়েছেন জনসন।

পার্থের হয়ে গত দুই মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২২.৭৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। ২০১৬-১৭ মৌসুমে বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন জনসন।

চলতি বছরের শুরুতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস থেকে নাম প্রত্যাহার করে নেন জনসন। অবসর নিয়েছেন আন্তর্জাতিক ও প্রথমশ্রেণীর ক্রিকেট থেকেও। ৫৯০টি আন্তর্জাতিক উইকেটের সঙ্গে প্রথমশ্রেণীতে ৪৬৫টি উইকেট নিয়েছেন জনসন।