চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিএসএমএমইউ ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের উদ্যোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম খান ওই উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অচিরেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

দুপুরে বিশ্ববিদ্যালয়েরর মিল্টন হলে মতবিনিময়ে উপ-উপাচার্য অধ্যাপক রুহুল আমিন মিয়া, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সেসময় হেলথ রিপোর্টার্স ফোরামের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা, সেবা ও শিক্ষা এবং গবেষণা কার্যক্রম নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়।