চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিএসএফের নির্যাতনে ২ বাংলাদেশী নিহত

বেনাপোল দৌলতপুর সীমান্তে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে আকু(৩১) ও শান্ত(৩৫) নামে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন।

নিহত আকু বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও শান্ত ঝিনাইদহ অঞ্চলের আব্দুস সাত্তারের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শান্ত’র লাশ থানায় আনা হয়েছে।
আকুর লাশ আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে।

২৩ খুলনা বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী শনিবার ভোরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলো। এ সময় ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের ঘোনার মাঠ এলাকায় ধাওয়া করে ৪/৫ জনকে ধরে ফেলে। এরপর তাদের ব্যাপক নির্যাতন করে মৃত ভেবে নদীর ধারে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি দল তাদের চিকিৎসার জন্য নাভারন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে এই দুজনের মৃত্যু হয়।