চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘বায়োমেট্রিক চক্রে’ প্রায় এক কোটি গ্রাহক কমে গেছে

কার্যকর মোবাইল সংযোগের সংখ্যা গত আগস্ট মাসে প্রায় এক কোটি কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধনকে।

সংস্থাটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে, বড় চারটি অপারেটরের কার্যকর থাকা সংযোগ এক ধাক্কায় ৯১ লাখ ৪৩ হাজার কমে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মে মাসে সবগুলো অপারেটরের বায়োমেট্টিক সিম নিবন্ধন শেষ হয়। এর পরপরই অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেয়া হয়।

নিয়ম অনুযায়ী, একটি সংযোগ বন্ধ হওয়ার পর আরও ৯০ দিন তা কার্যকর হিসেবে ধরা হয়। সে হিসেবে আগস্টে অপারেটরদের সক্রিয় সিমের সংখ্যায় বড় রকমের পতন ঘটে।

এ নিয়ে গত তিন মাসেই টানা সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা কমেছে। জুলাইয়ে কমেছে ২৪ লাখ ৩৭ হাজার গ্রাহক। আর আগের মাস আগস্টে ১২ লাখ ৭০ হাজার গ্রাহক কমে যায়। এই হিসেবে টানা তিন মাসে মোবাইল অপারেটররা হারিয়েছে মোট এক কোটি ২৮ লাখ ৫৩ হাজার সক্রিয় সিম।

এর আগে অপারেটররা জুন মাস শুরু করেছিল ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার গ্রাহক নিয়ে। যা আগস্ট মাসের পর এসে দাঁড়ায় ১১ কোটি ৮৯ লাখে।

প্রকাশিত হিসাব অনুসারে, আগস্ট মাসে গ্রামীণফোনের অ্যাকটিভ সিম কমেছে ১৭ লাখ ৭৯ হাজার। এখন তাদের সক্রিয় গ্রাহক রয়েছে ৫ কোটি ৫৪ লাখ। আগস্টে বাংলালিংক ২৩ লাখ ৮৫ হাজার সংযোগ হারায়। ফলে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বর্তমানে ৩ কোটির নিচে নেমে এসেছে। এখন তাদের অ্যাক্টিভ সিম ২ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার।sim

রবি সবচেয়ে বেশি সক্রিয় সংযোগ হারিয়েছে। ৩৫ লাখ ৫৫ হাজার সক্রিয় সিম কমে আগস্টের পর রবির রয়েছে আর ২ কোটি ৩২ লাখ ৬৩ হাজার সক্রিয় গ্রাহক। রবির সঙ্গে একিভূত হওয়ার অপেক্ষায় থাকা এয়ারটেল হারিয়েছে ১৪ লাখ ১১ হাজার সিম। তারা এখন আছে ৭৯ লাখ ৪৩ হাজার কার্যকর গ্রাহকে।

বিটিআরসি’র প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ব টেলিকম কোম্পানি টেলিটক এবং সবচেয়ে ছোট অপারেটর সিটিসেলের গ্রাহক আগস্ট মাসে জুলাই মাসের সমান দেখানো হলেও বাস্তবে এই দুই অপারেটরের গ্রাহক সংখ্যাও অনেক বেশি কমে গেছে। বর্তমানে বকেয়া অর্থ পরিশোধ না করা ছাড়াও বিভিন্ন অভিযোগের কারণে দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলের স্পেক্ট্রাম বন্ধ রয়েছে।

জুলাই মাসের মতো আগস্টেও টেলিটকের সিম দেখানো হয়েছে ৪৪ লাখ ৩৭ হাজার। তবে অপারেটর সংশ্লিষ্টরা বলছেন তারা ২২ লাখ সিম বন্ধ করেছেন।

অন্যদিকে সিটিসেল আগের মাসের মতোই ৬ লাখ ৬৮ হাজার সংযোগ দেখাচ্ছে। যদিও গত বৃহস্পতিবারও এক সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন পুনর্নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সিটিসেলের গ্রাহক ছিল দেড় লাখের মতো।