চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে গণসচেতনতামূলক কর্মশালা করেছে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প

কী করে যানবাহনের কালো ধোঁয়ার দূষণ কমানো যায়, পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে কর্মশালায় তা নিয়েও আলোচনা হয়েছে।

পুরাতন ও ত্রুটিপূর্ণ যানবাহনের কালো ধোঁয়া শহরাঞ্চলে বায়ু দূষণের অন্যতম কারণ। এ কারণেই পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু টেকসই পরিবেশ প্রকল্পের আওতায় রাজধানীতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে এ কর্মশালা। বায়ুদূষণ নিয়ে নির্মিত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভিডিওচিত্র দেখানো হয় সেখানে।

নীরব ঘাতক বায়ু দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

পরিবহন মালিক ও শ্রমিকরাও বায়ুদূষণ নিয়ন্ত্রণে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে তাদের হাতে প্রচারণার পোস্টার তুলে দেয়া হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সকলকে কাজ করার আহবান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

গানের সুরে সুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ করার শপথ নেন অংশগ্রহণকারীরা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: