চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বালুচ মানবাধিকার কর্মী কারিমার মরদেহ উদ্ধার

পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা, সেনাবাহিনীর কাঠামো এবং বেলুচিস্তানে সেনা নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার মানবাধিকার কর্মী কারিমা বালুচের (৩৫) মরদেহ উদ্ধার করেছে টরেন্ট পুলিশ। ২০১৩ সাল থেকে কানাডার টরেন্টোতে নির্বাসিত জীবনযাপন করছিলেন তিনি।

কানাডার স্থানীয় সময় রোববার থেকে নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে টরেন্টো পুলিশের কাছে অভিযোগ করা হয় বালুচের পরিবারের পক্ষ থেকে। সোমবার টরেন্টোর হারবার ফ্রন্ট উপকূল থেকে তার দেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুতে ৪০ দিন শোকপালনের ঘোষণা করেছে স্বাধীন বালুচিস্তানের দাবিতে সরব হওয়ায় ‘বালুচ ন্যাশনাল মুভমেন্ট’। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-কে ব্যবহার করে পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে।

বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের প্রথম মহিলা চেয়ারপার্সনও করিমা। সংগঠনের তৎকালীন নেতা জাহিদ বালুচের অপহরণের পর সংগঠনের নেতৃত্বও তার হাতে ওঠে। ২০১৩ সালের ১৫ মার্চ বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকা ভুক্ত করে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার।