চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বার্সেলোনায় আসার আগে চোটে নেইমার

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসজি। দর্শকরা অপেক্ষায় মেসি-নেইমারের পুনর্মিলনী দেখতে। সেই অপেক্ষায় পড়তে পারে ছেদ। ন্যু ক্যাম্পে নাও খেলতে পারেন নেইমার। বুধবার কোপ ডে ফ্রান্সে কায়েনের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বুধবারের ম্যাচে কায়েন ডিফেন্ডার স্টিভ ইয়াগোর কড়া ট্যাকলের শিকার হন নেইমার। একপর্যায়ে তাকে স্ট্রেচারে বাইরে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষপর্যন্ত হেঁটেই মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। কায়েন ম্যাচে অবশ্য ময়েজে কিনের গোলে জয় তুলেছে পিএসজি।

বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত হবে আগামী মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে নক আউটের ম্যাচে নেইমার খেলবেন কিনা। ম্যাচ শেষে এমন জানিয়েছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

যদি ন্যু ক্যাম্পে না-ই নামতে পারেন নেইমার, সেটা হবে পিএসজির জন্য বড় আঘাত। কারণ মার্শেই ম্যাচে চোট পান আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। বার্সার বিপক্ষে তার না থাকাটা একপ্রকার নিশ্চিতই। দ্বিতীয় লেগ হবে ১০ মার্চ পার্ক ডে প্রিন্সেসে।