চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সেলোনার দর্শনে চাকরি বাঁচল ভালভার্দের

আর্নেস্টো ভালভার্দের মসনদ আগে থেকেই নড়বড়ে ছিল। কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনা হারে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল ছাঁটাই হতে যাচ্ছেন কাতালান কোচ। শেষ পর্যন্ত চাকরি হারাতে হল না ভালভার্দেকে। বার্সেলোনার দর্শনের কারণে চাকরি টিকে গেছে তার।

গত ১৬ বছরে কোনো কোচকে ছাঁটাই করেনি বার্সেলোনা। সর্বশেষ ২০০৩ সালে লুইস ফন গালকে চাকরিচ্যুত করে ন্যু ক্যাম্পের দলটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০০৩ সালে ব্যর্থতার জের ধরে ফন গালকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। তখন র‌্যাদোমির অ্যান্টিককে তার স্থলাভিষিক্ত করা হয়। ২০০২-০৩ মৌসুম শেষে হুয়ান লাপোর্তা বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হলে নতুন কোচ নেয়ার পথে হাঁটে কাতালান ক্লাবটি।

অ্যান্টিকের স্থলাভিষিক্ত হয়ে ন্যু ক্যাম্পে আসেন ফ্রাঙ্ক রাইকার্ড। টানা পাঁচ বছর ডাগআউটে ছিলেন তিনি। শেষ মৌসুমে বার্সেলোনার হয়ে ভালো না কাটলেও লাপোর্তা তাকে রেখে দিতে চেয়েছিলেন। তবে মেয়াদ পূর্ণ করে রাইকার্ড নিজেই সরে দাঁড়ান।

রাইকার্ড চলে যাওয়ার পর নিজেদের ইতিহাসের সর্বকালের সেরা কোচকে পায় বার্সেলোনা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত লিওনেল মেসিদের কোচিং করানোর পথে ট্রেবল ও হেক্সা জয়ের অসামান্য কীর্তি গড়েন ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা।

২০১১-১২ মৌসুম শেষে বার্সেলোনা গার্দিওলাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সসম্মানে সেটি ফিরিয়ে দিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে জার্মানিতে যান পেপ।

গার্দিওলার পর টিটো ভিলানোভা বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেন। তবে বেশিদিন দায়িত্ব চালিয়ে যেতে পারেননি তিনি। মরণঘাতি ক্যান্সারে তার অকাল মৃত্যু হয়। ন্যু ক্যাম্পে ভিলানোভার ক্যারিয়ার এক মৌসুমের কম সময় স্থায়ী হয়।

ভিলানোভার স্থলাভিষিক্ত হয়ে শুরুটা দারুণ করেন টাটা মার্টিনো। তবে ট্রেবল জয়ের সুযোগ মিস হওয়ায় বেশ চাপের মুখে পড়েন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কোচ হিসেবে তখন লুইস এনরিকে বার্সেলোনায় যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের কীতি গড়েন। বার্সেলোনায় সফল তিনটি মৌসুম কাটান। বার্সার পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব থাকলেও সেটি ফিরিয়ে দিয়ে সরে দাঁড়ান এনরিকে।