চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সায় আরেক ব্রাজিলিয়ান

ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজ বার্সায় ছাপ রেখে গেছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। ন্যু ক্যাম্পের দুয়ার ব্রাজিলিয়ানদের জন্য উন্মুক্তই। আলভেজ পরবর্তী সময়ে কৌতিনহো-আর্থাররা খেলছেন দাপটে। এবার সাম্বার দেশ থেকে আরেকজন রাইটব্যাক কিনল কাতালানরা।

অ্যাথলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসনকে দলে টেনেছে বার্সেলোনা। চলতি জানুয়ারির দলবদলে যেটি ন্যু ক্যাম্পে পঞ্চম সাইনিং। ২০ বছর বয়সী এমারসনকে পেতে ১২ মিলিয়ন ইউরো খরচ হল ভালভার্দের দলের। চুক্তিটা প্রায় চাড়ে চার বছরের জন্য।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এমারসন যদিও এখনই যোগ দিচ্ছেন না বার্সা স্কোয়াডে। আসছে জুলাইয়ে তাকে দেখা যাবে মেসি-সুয়ারেজদের জার্সিতে। তার আগে মৌসুমের বাকি সময়টা ধারে রিয়াল বেটিসে খেলবেন এ তরুণ।

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলা এমারসন মিনেইরোর জার্সিতে ২৩ ম্যাচ খেলেছেন।