চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বার্সার সুখবরটা জানা গেল গার্দিওলার মুখে

ন্যু ক্যাম্পের বাসিন্দা হতে চলেছেন ম্যানসিটির গার্সিয়া

স্প্যানিশ সেন্টারব্যাক এরিক গার্সিয়ার ন্যু ক্যাম্পের বাসিন্দা হতে চলা অনেকটাই নিশ্চিত। বার্সেলোনার এই সুসংবাদটা দিয়েছেন আবার তাদের সাবেক, বর্তমানে ম্যানচেস্টার সিটিতে গার্সিয়ার কোচ পেপ গার্দিওলা।

২০ বছর বয়সী গার্সিয়া চলতি মৌসুমে সিটিজেনদের হয়ে মাত্র ৯ ম্যাচে মাঠে নেমেছেন। শুধু প্রিমিয়ার লিগ হিসাবে নিলে সেটি সবে তিন ম্যাচে। অথচ গত মৌসুমে ২০ ম্যাচে ম্যানসিটির একাদশে ছিলেন গার্দিওলার ভরসা হয়ে।

চলতে থাকা নানা ফিসফাস নিয়ে গার্দিওলা সংবাদ মাধ্যমের সামনে গার্সিয়া প্রসঙ্গে হাটে হাঁড়ি ভেঙেছেন। বলেছেন, আসছে গ্রীষ্মে সে বার্সেলোনার হয়ে খেলতে যাচ্ছে।

গার্সিয়া বার্সার একাডেমি লা মাসিয়াতেই বেড়ে উঠেছেন। ২০১৭ সালে নাম লেখান ইপিএল জায়ান্ট ম্যানসিটিতে। শুরুতে যুব দল, দ্রুতই জায়গা মেলে মূল দলেন স্কোয়াডে।

ভরসা রাখা যায় এমন একজনকে খেলাতে না পারার জন্য কষ্টও পাচ্ছেন গার্দিওলা। সংবাদ সম্মেলনে সেটি বলেও দিয়েছেন। বলেছেন, গত মৌসুমে সে আমাদের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার ছিল। মাঠে কোনো ভুল করেনি। সে শীর্ষ সারির ফুটবলার। গ্রীষ্মে সে বার্সেলোনার জার্সিতে খেলতে যাচ্ছে।

চলতি মৌসুমে ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে গার্সিয়ার। হয়ে যাবেন ফ্রি এজেন্ট। বার্সার যে আর্থিক অবস্থা, কোচ রোনাল্ড কোম্যানের চাহিদা অনুযায়ী তাকে কেনার মতো অবস্থায় নেই কাতালানরা।

ফ্রি এজেন্ট হয়ে গেলে সেই সমস্যার সমাধান মিলবে। গার্সিয়াকে সহজেই ন্যু ক্যাম্পে আনতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, গার্সিয়া নিজেও সেটি চাচ্ছেন। অবশ্য বার্সা এখন পর্যন্ত বিষয়টি গোপন রেখেছে।