চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সাকে শীর্ষেই রাখল রিয়ালের মায়োর্কা-হার

অর্ধযুগ পর স্পেনের শীর্ষ লিগে ফেরা মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে হেরে চলতি লা লিগায় প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সঙ্গে বার্সেলোনার কাছে শীর্ষস্থানও হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার এইবারের মাঠে জিতে ফেরা বার্সা টেবিলের শীর্ষে ওঠে। রিয়ালের সামনে সুযোগ ছিল মায়োর্কার মাঠে জিতে সেটা উদ্ধার করার। লিগ মৌসুমের প্রথম হারে সেটি আর হল না।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

৯ ম্যাচে ১৯ পয়েন্টে স্প্যানিশ টেবিলের শীর্ষে এখন বার্সা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল। তিনে গ্রানাডা ১৭ পয়েন্ট নিয়ে, আর ১৬ পয়েন্টে টেবিলের চারে আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। সেখানে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে আছে মায়োর্কা।

ঘরের মাঠে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই লিড নেয় মায়োর্কা। স্বাগতিকদের এগিয়ে দেন লাগো জুনিয়র।

বেনজেমার একটি সুযোগ হাতছাড়ার মধ্য দিয়ে পরে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিরে কিছুটা গোছালো ফুটবল খেলে অতিথিরা। তবে জাল খুঁজে পায়নি।

ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার আলভারো অদ্রিওজোলা। পরের সময়ে রিয়াল একজন কম নিয়েও আর বিপদ ঘটতে দেয়নি। তবে অন্তত একটি পয়েন্ট আদায় করার মতো গোলটিও আনতে পারেনি।