চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শোক বইয়ে অমর বারী সিদ্দিকী

২৩ নভেম্বর দিবাগত রাতে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। চ্যানেল আই ভবনে বারী সিদ্দিকীর স্মরণে রাখা শোকবইয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা লিখেছেন বিশিষ্টজনেরা।

কেউ তার বন্ধু, কেউ প্রিয়জন, কেউ বা শিষ্য। প্রিয় মানুষের এই হঠাৎ প্রস্থানে শোকাতুর সবাই লিখেছেন মনের কথা।

প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের ভাষায়, ‘শিল্পীর মৃত্যু হয় না। বারী সিদ্দিকীর মৃত্যু নাই। তিনি অমর কণ্ঠশিল্পী। অমর বংশীবাদক। যেখানেই থাকুন, সুস্থ থাকুন।’

বারী সিদ্দিকীর একনিষ্ঠ ভক্ত ও তাকে গুরু মানা ‘জলের গান’ এর শিল্পী রাহুল আনন্দ তার আশ্রয় চলে গেছে বলে লিখেছেন, ‘আমি এখন কোথায় যাব?’

বারী সিদ্দিকীর এক সময়ের সহকর্মী, বিটিভির সাবেক প্রযোজক হাবীব আহসান তাকে নিজের শিক্ষক বলেই মানতেন। তিনি লিখেন, ‘আমরা বারী সিদ্দিকীহীন হয়ে গেলাম।’

খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী শোকবার্তায় লিখেছেন, ‘বারীর সাথে যেন আমার অনেক কিছুই থেমে গেছে। সুখে থেকো।’

শোকবইয়ে আরও বার্তা দিয়েছেন দেশের খ্যাতিমান শিল্পী ও অন্যান্য বিখ্যাত ব্যক্তিরা।

চ্যানেল আই অনলাইন- বারী সিদ্দিকীর শোকবই
বারী সিদ্দিকীর শোকবইয়ের পাতায় বিশিষ্টজনদের মন্তব্য

ছবি- ওবায়দুল হক তুহিন