চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্দরবান সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিজিপি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে মো: ইউছুপ নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি।

সোমবার বিকাল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নো ম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম মো: ইউছুপ (৩২)। তিনি একই উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলী-জারুলিয়াছড়ি সীমান্তের ৪৭-নম্বর মেইন পিলারের কাছাকাছি (বাংলাদেশ অভ্যন্তরে) গবাদি পশু চরানোর সময় মিয়ানমারের বিজিপির সাথে ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা ইউছুপকে ধরে হাত-পা বেধে সীমান্তে ফেলে রাখে। সন্ধ্যার পর তাকে কাটাঁতারের ওপারে নিয়ে যায়।

ঘটনার পর পর মিয়ানমারকে প্রতিবাদ জানিয়ে যোগাযোগ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যদিওবা নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সাথে আলাপ করার চেষ্টা করছি।

ঘটনাস্থল এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিছুদিন পূর্বে জারুলিয়াছড়ি এলাকার কয়েকজন ব্যক্তিকে ইয়াবা দিয়েছিলো মিয়ানমারের আনসার সদস্যরা। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরা টাকা পরিশোধ করেনি। যার কারণে সাধারণ এই নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমার আনসার সদস্যরা। তাদের ধারনা এই ব্যক্তিকে আটকে রেখে পাওনাদারদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে।