চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাণিজ্য রপ্তানিতে টানা পাঁচবারের সিআইপি মহিউদ্দিন মোনেম

কম্পিউটার সফটওয়্যার খাতে ২০১৪ সালে বিশেষ অবদান রাখায় সিআইপি সম্মাননা পেয়েছেন এ. এস. এম মহিউদ্দিন মোনেম।

এ নিয়ে বাণিজ্য রপ্তানিতে টানা পাঁচবার সিআইপি’র স্বীকৃতি পেলেন তিনি।  এছাড়াও টানা চতুর্থবারের মতো কর অঞ্চল কুমিল্লার অধীনে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ করদাতা হিসেবেও সম্মাননা পেয়েছেন মহিউদ্দিন মোনেম।

বাংলাদেশ সরকার দেশের কয়েকজন শিল্পপতি ও কয়েকটি প্রতিষ্ঠানকে ২০১৪ সালে রপ্তানিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সিআইপি (রপ্তানি) মনোনীত করে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কারপ্রাপ্তদের হাতে সিআইপি কার্ড তুলে দেন।

এ. এস. এম মহিউদ্দিন মোনেম শুধু সিআইপি কার্ডধারিই নন, তিনি একাধারে জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক প্রাপ্ত, বাংলাদেশ-চেক রিপাবলিক-এর সম্মানসূচক দূত এবং আব্দুল মোনেম লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।