চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যানজট নিরসনে স্কুল শিক্ষার্থীদের জন্য বাজেটে বিশেষ পরিকল্পনা

মহানগরী ঢাকার যানজট নিরসনে এবারের বাজেটে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন: মহানগরীর স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদের পরিবহণে বিশেষায়িত কোন পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে সন্তানদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহারে বাধ্য হচ্ছেন। এটা নগরীর যানজট সৃষ্টির অন্যতম কারণ।

‘এ পরিস্থিতিতে কোন স্কুল কিংবা এজেন্সি যদি স্কুলবাস সার্ভিস চালুতে আগ্রহ দেখায় তাহলে সরকার যথাযথ বিবেচনায় বিশেষ শুল্ক সুবিধায় তাদের গাড়ি আমদানির সুযোগ দেবে।’

গাড়ির বাজার
এ বছর গাড়ির বাজারে ক্রেতাদের জন্য সুখবর অপেক্ষা করছে। ১৬০০-১৮০০ সিসি’র হাইড্রিড গাড়ি আমদানিতে উৎসাহ দিতে প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি অপচয় কমিয়ে আনতে এ প্রস্তাবনা আনা হয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।

মোটরসাইকেল
প্রস্তাবিত বাজেটে দেশীয় পর্যায়ে উৎপাদিত মোটর সাইকেলের দাম কমবে। স্থানীয় উৎপাদন এবং বাজারজাত বাড়াতে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে স্থানীয় মোটরসাইকেল উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে।  পাশাপাশি এ খাতে আগে থেকে দিয়ে আসা সুবিধাগুলোও অব্যহত থাকবে।

তবে, দাম বাড়ছে রিকন্ডিশন গাড়ি এবং আমদানিকৃত বাইসাইকেলের।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন: দেশি বাইসাইকেল তৈরী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।