চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজেট পাস হচ্ছে আজ

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মঙ্গলবার জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে। প্রায় তিন লাখ কোটি টাকা ব্যয়ের এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

সোমবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রপ্তানি মূল্যের উপর প্রস্তাবিত উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সেই সাথে আরোও কয়েকটি সংশোধনীসহ অর্থবিল-২০১৫ জাতীয় সংসদে পাস হয়েছে।

অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের উপর জাতীয় সংসদে বক্তব্য রাখেন। বাজেট বক্তৃতার শেষে প্রধানমন্ত্রী কয়েকটি সংশোধনী আনার জন্য অনুরোধ জানান অর্থমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর অনুরোধ আমলে নিয়ে অর্থমন্ত্রী সেসব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করার পর পাস হয় অর্থবিল-২০১৫।

পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরের জন্য গত ৪ জুন এই বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।