চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

আগামী ১৩ জুন ২০১৯-’২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১শ’৯০ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ৫৯ হাজার কোটি টাকা বেশি।

চলতি অধিবেশনে বাজেট ছাড়াও অর্থবিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখহাসিনা।