চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ

রাজধানীর পাইকারি বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ, খুচরা বাজারেও মিলছে স্বল্প পরিমাণে। আকারে ছোট হলেও বাড়তি দামের আশায় আগাম পেঁয়াজ তুলছেন কৃষক। প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭’শ থেকে ৩ হাজার টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমার পাশাপাশি মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

একবার বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার পেঁয়াজ লাগিয়েছিলেন ধামরাইয়ের ফারুখ মণ্ডল। প্রায় এক বিঘা জমির সেই পেঁয়াজ নিয়ে এসেছেন রাজধানীর কাঁচামালের সবচেয়ে বড় পাইকারি আড়ৎ কারওয়ান বাজারে।

বেশ কয়েক দিন ধরে এ জাতের পেঁয়াজ বাজারে আসলেও গত দুই দিনে সরবরাহ বেড়েছে। পাতাসহ এসব নতুন পেঁয়াজ পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকায়।

অস্বাভাবিক দামের কারণে কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি বিক্রিতে মন্দাভাব দেখা গেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারের অবস্থা খুবই খারাপ। প্রতি কেজিতে তাদের ৩০ থেকে ৪০ টাকা লোকসান হচ্ছে। তারপরও ক্রেতা কম।

কোনো কোনো পাইকারি ব্যবসায়ীর মতে, সরকার পেঁয়াজ নিয়ে আসছে, এই খবর পাওয়ার কারণে বাজারে পেঁয়াজের ক্রেতা কমে গেছে।

দুই মাসের বেশি সময় বাজারে থাকবে পাতাসহ দেশি পেঁয়াজ। এতে বাজারমূল্য নাগালের মধ্যে চলে আসবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের।