চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাইডেনের কাছে করোনার টিকা চাইলেন প্রিয়াঙ্কা

করোনায় নাজেহাল ভারত। এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার জন্য অনুরোধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের ট্যাগ করে একটি টুইট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

মঙ্গলবার টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে। ভারত কোভিড-১৯ এ ভুগছে। আমেরিকার প্রয়োজনের চেয়ে বেশি ৫৫০ মিলিয়ন ভ্যাকসিন অর্ডার করেছে। বিশ্বজুড়ে অ্যাস্ট্রাজেনেকা ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনারা কি জরুরি ভিত্তিতে আমাদের সাথে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবেন?’

প্রিয়াঙ্কার এই টুইট মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দেরীতে হলেও টুইটারে এমন টুইট করায় প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রল করছেন।

বাইডেনের সঙ্গে ইতোমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। বাইডেন জানিয়েছেন, ভারতের করোনা সঙ্কটে আমেরিকা পাশে থাকবে। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখবে আমেরিকা।