চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাবান্ধাসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু

ভারতের মহামারি করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপারের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।

এর ফলে দীর্ঘ দেড় বছর পর সোমবার সকাল থেকে বাংলাদেশি কয়েকজন যাত্রী বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছে। শুরু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম।

এর আগে রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসায় বাংলাবান্ধা দিয়ে যাত্রী পারপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছিলেন বাংলাবান্ধা ইমিগ্রেশন সূত্র।

গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাবান্ধাসহ আরও কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।