চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মিলনমেলা

রাজশাহীতে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২।

‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর আয়োজনে চার দিনব্যাপী এই মিলন মেলার পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশন  ।

এই মিলন মেলাকে কেন্দ্র করে মহানগরীতে এখন সাজ সাজ রব। মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

অনুষ্ঠানের ও পরিদর্শনের স্থানগুলো সাজানো হয়েছে দুই দেশের সংস্কৃতি সম্প্রতির ছবি সম্মিলিত ব্যানার ও ফেসটুন দিয়ে। তোরণ নির্মাণ করা হয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে ও নগর ভবনে।

বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একই মাঠে অনুষ্ঠিত হবে মেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন প্রস্তুতি কমিটির আহবায়ক রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও  ফ্রেন্ডস অব বাংলাদেশের স্বমনয়কারী শামসুল আরেফিন।

মিলন মেলার স্থান পরিদর্শন শেষে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানের জন্য নগরীকে সুন্দরভাবে সাজানো হয়েছে।