চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ চায় যুদ্ধ বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী

ব্রুনাই, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. কে আবদুল মোমেন। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বলেছেন, বাংলাদেশ চায় যুদ্ধ বন্ধ হোক। আলোচনা সংলাপের মাধ্যমে যুদ্ধ বন্ধের পথ সৃষ্টির প্রতি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। কারণ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়েছে।

আগামী ১৫-১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন ব্রুনায়য়ের মহামান্য সুলতান হাসানুল বকলিয়া। তাঁর সফরের কার্যক্রম নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.কে আবদুল মোমেন তাঁর দফতরে ব্রিফিং করেন।

সফরে ব্রুনাই’র সাথে বাংলাদেশের ৬টি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক হতে পারে, যার মধ্যে ৩টি নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। এর মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল, জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনশক্তি, দুইদেশের নাবিকদের স্বীকৃতি সার্টিফিকেট প্রদান সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী  সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের অঙ্গীকারের কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সবসময় মানবকল্যাণ চায় বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ বিচক্ষণতার সাথে ভোটাভুটি করবে।