চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে স্যানিটেশন বাজার ব্যবস্থা উন্নয়নে চুক্তি

বাংলাদেশের স্যানিটারি বাজার ব্যবস্থা উন্নয়ন নামক চার বছর মেয়াদি একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কর্পোরেশন(এসডিসি) এবং ইউনিসেফ বাংলাদেশের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়।

ঢাকায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে চুক্তি সাক্ষর করেন এসডিসির ডিরেক্টর কোঅপারেশন অ্যাক্টিং ইনচার্জ সিরোকো মেসেরলী এবং ইউনিসেফের প্রতিনিধি বেগবেদার।

দুটি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩.৫ লক্ষ মার্কিন ডলারের(প্রায় ৪৯.৪২ কোটি টাকা) চুক্তি সাক্ষরিত হয়। ইউনিসেফের প্রতিনিধি বেগবেদার বলেন, `২০১৩ সালের মধ্যে সবার জন্য পয়নিষ্কাশন’এই কর্মসূচীর আওতায় এই দেশে পয়নিষ্কাশন ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। তবে এখনো কিছু দর্গম এলাকা রয়েই গেছে যেখানে ঠিকঠাক সুবিধা পৌঁছাতে পারেনি। সেই কাজেই এসডিসির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত।

সিরোকো মেসেরলী বলেন, সরকারি ও ব্যক্তিখাতের সম্মিলিত উদ্যেগেই গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করা হবে।

এসডিসি ও ইউনিসেফের এই প্রকল্পের ফলে দেশের ৬টি জেলার প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা পাবে।